ডায়রিয়ার প্রকোপে চুয়াডাঙ্গাবাসীর জন্য স্বাস্থ্য বিভাগের দাওয়ায়

 

 

স্টাফ রিপোর্টার: ডায়রিয়ার প্রকোপে বেহাল চুয়াডাঙ্গাবাসীর জন্য স্বাস্থ্য বিভাগ কিছু পরামর্শ দিয়েছে। বলেছে, টিউবওলের বিশুদ্ধ পান করুন। প্রয়োজনে ফুটানো পানি পান করতে হবে। বাসি খাবার পরিবহার করুন, খাবার ঢেকে রাখুন। খাওয়ার আগে ও মলত্যাগের পরে সাবান দিয়ে ভালো করে কচলে হাত ধুয়ে ফেলুন। পাতলা পায়খানা হলে ওর স্যালাইন খেতে হবে। বার বার পায়খানা হলে হাসপাতালে যোগাযোগ করুন। রান্নার সময় টিউবওয়েলের পানি ব্যবহার করতে হবে। ডায়রিয়া হলে চিনি, কলা দিয়ে চিড়ার মাড়, দু মঠো চাল এক মুঠো ডাল দিয়ে প্রেসার কুকারে পাতলা মাড় তৈরি করে রোগীকে খাওয়াতে হবে। ডাবের পানি, স্যালাইন পানি ও সাধারণ পানিসহ ভাতের মাড় খেতে হবে।