টিপ্পনী

খবর:(চুয়াডাঙ্গায় পুড়ছে কেরু অ্যান্ড কোম্পানির ৪০ বিঘা জমির আখ)

দফায় দফায় আখ পুড়ে যায়
কারণ থাকে আড়ালে,
কী কারণে কেন তা হয়
যায় জানা হাত বাড়ালে।

কিন্তু কে আর হাত বাড়াবে
সবাই থাকে চুপ,
দিনে দিনে তাই তো কেরুর
বীভৎস এই রূপ।

হয় না বিচার হয় না সাজা
পরিস্থিতি বগোল বাজা
আমি বাজাই তুমি বাজাও
একই সাথে রানী-রাজাও
প্রজা হাসে হো হো;
কার না ও দফতরে
লুটে খাওয়ার মোহ।

খাচ্ছে সবাই ছিঁড়ে ছিঁড়ে
ভাঙা বানের শশা;
তাই তো এমন দশা।

-আহাদ আলী মোল্লা।