ঝিনাইদহ কারাগারে আসামির পকেটে ৪০ ভরি সোনা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা কারাগারে এক আসামির কাছ থেকে ৪০ ভরি ওজনের ৪টি সোনারবার উদ্ধার করা হয়েছে। এর বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা। এ কারাগারে বন্দি মাদারীপুর জেলার রাজৈর থানার আড়ুয়াকান্দি গ্রামের সৃষ্টি ধরের ছেলে ধ্রবত গাইনের (৩৬) কাছ থেকে ওই সোনা উদ্ধার করা হয়। গতকাল সোমবার সকাল ৭টার দিকে কারা-অভ্যন্তরে এ ঘটনা ঘটে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেতে দেরি হওয়ার কারণে যথাসময়ে কারা কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ করেনি। রাত ৭টার দিকে সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার কারাগারে প্রবেশ করেছেন। এর সূত্র ধরে খবরটি জানাজানি হয়। জেলা কারাগারের জেলার নিজাম উদ্দীন এ খবর নিশ্চিত করেছেন।
কারাগারের জেলার বলেন, চলতি মাসে ১৭ অক্টোবর ধ্রবত গাইনকে কারাগারে আনা হয়। বিজিবি মহেশপুর বর্ডার থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। জেলার আরও বলেন, নিয়ম মতো ওই দিন তাকে তল্লাশি করা হয়। এরপর গত কয়েক দিনে তার গতিবিধি সন্দেহজনক হয়। সোমবার সকাল ৭টার দিকে কারা-অভ্যন্তরের গোয়েন্দারা নিশ্চিত হন যে তার আন্ডারওয়ারের গোপন স্থানে ভারী কিছু লুকানো আছে। এরপর তল্লাশি করা হলে তার কাছ থেকে ৪টি সোনারবার পাওয়া যায়। কারা কর্তৃপক্ষ বাদী হয়ে সদর থানায় ওই আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি।