জীবননগর বাজারে ভ্রাম্যমাণ আদালতে ১৬ ব্যবসায়ীর জরিমানা

 

জীবননগর ব্যুরো: জীবননগর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল রোববার প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ইউএনও নূরুল হাফিজ এ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত খাবার অযোগ্য খেজুর, নকল প্রসাধনী সামগ্রী রাখার দায়ে ও বিভিন্ন অপরাধে ১৩ ব্যবসায়ী এবং শব্দ দূষণের জন্য ৩ মাইকম্যানকে ১৬ হাজার ১শ টাকা জরিমানা করা হয়।

শহরের সাজঘররকে ৭ হাজার, নাজমুল স্টোরকে ১ হাজার, জাফর স্টোরকে ১ হাজার, মতিয়ার স্টোরকে ১ হাজার, গাজি স্টোরকে ১ হাজার, নাজিম ট্রেডার্সকে ১ হাজার, মফিজুল স্টোরকে ৫শ, মুক্তার স্টোরকে ৫শ, ওমেদুল স্টোরকে ৫শ, মিলন স্টোরকে ৫শ, ইব্রাহিম স্টোরকে ৫শ, রনি ট্রেডার্সকে ৫শ ও আব্দুল আজিজকে ৫শ টাকা জরিমানা করা হয়। এছাড়াও মাইক বাজিয়ে শব্দ দূষণ করার অপরাধে হাবিবুর রহমানকে ২শ, শাহিন আলমকে ২শ ও রজিবুল ইসলামকে ২শ টাকা জরিমানা করা হয়।