জীবননগর আন্দুলবাড়িয়া বাজারের মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ

 

স্টাফ রিপোটার: জীবননগরের আন্দুলবাড়িয়া বাজারের মোমিন ফার্মেসির বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগসূত্রে জানা গেছে, আন্দুলবাড়িয়া বাজারের তাপসী জুয়েলার্সের মালিক রঞ্জিত কুমার মল্লিকের ৮ মাসের ছেলে অঞ্জন মল্লিক জ্বরসহ নানা সমস্যা দেখা দেয়। তিনি গত ২৬ মার্চ শিশুটিকে স্থানীয় চিকিৎসক কামাল হোসেনের নিকট নিয়ে যান। তিনি সেবাপত্র প্রদান করেন। চিকিৎসকের সেবাপত্র নিয়ে স্থানীয় বাজারের মোমিন ফার্মেসি থেকে ওষুধ কেনেন। শিশুটিকে সেবাপত্র অনুয়ায়ী ওষুধ সেবন করার পর কান্নাকাটিসহ শরীরে নানা উপসর্গ দেখা দেয়। চিকিৎসকের নিকট নিলে মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনে এ উপসর্গ দেখা দিয়েছে বলে জানান। সেবাপত্রে উল্লেখিত ওষুধটি ১৪ মার্চ মেয়াদোত্তীর্ণ হয়েছে। ক্রেতা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার প্রতিবাদ করায় ফার্মেসি মালিক মোমিন উল্টো ঝাড়ি দিয়ে বলছেন একদিন সময় থাকলেও আমি ওষুধ বিক্রি করতে পারবো বলে অভিযোগকারীসূত্রে জানা গেছে। আজ শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ফার্মেসি মালিকের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ দায়ের করা হতে পারে।