জীবননগরে নবনির্বাচিত জেলা পরিষদ প্রশাসক সমন্তরালভাবে এ জেলার উন্নয়ন ঘটানো হবে

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান সেখ শামসুল আবেদীন খোকন নির্বাচনোত্তর গতকাল বৃহস্পতিবার জীবননগরে উপজেলা পরিষদে এসে পৌঁছুলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল ও পৌর মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর ও সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান সেখ শামসুল আবেদীন খোকন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা আমাকে নির্বাচিত করে যে আসনে বসিয়েছেন তার মর্যদা আমি রাখতে চাই। তিনি বলেন এ জেলার প্রত্যেকেটি উপজেলায় তিনি সমন্তরালভাবে উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করবেন। এ সময় জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেখ শফিকুল ইসলাম মুক্তার, বাঁকা ইউপি চেয়ারম্যান বাবলুর রহমান, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, উথলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা যুবলীগ আহ্বায়ক আব্দুস সালাম ঈশা, পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ইকতিয়ার উদ্দিন, পৌর কাউন্সিলর আবুল কাশেম, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক মোল্লা, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাউন্সিলর সোয়েব আহাম্মদ অঞ্জন, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর ওয়াসিম রাজা, আপিল মাহমুদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী রিজিয়া খাতুন, রেনুকা আক্তার রিতা, যুবলীগ নেতা শাহ আলম শরিফুল ইসলাম, খায়রুল বাশার শিপলু, মজিবর রহমান ও শামীম সরোয়ার বক্তব্য রাখেন।