চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের লিংকনের বিরুদ্ধে রোগীর স্বজনদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: হাত প্লাস্টার শেষে প্লাস্টারের উপকরণ রেখে না দেয়ায় রোগীর আত্মীয়স্বজনদের সাথে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ পাওয়া গেছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের লিংকনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকেল ৩টার দিকে হাসপাতালে ইমার্জেন্সি রুমে। ফুলবাড়ি গ্রামের দিনমজুর রবিউলের ছেলে সিহাব (৫) গাছ থেকে পড়ে হাতের হাড় ভেঙে গেলে তাকে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হাত প্লাস্টার করার পরামর্শ দেন। সেই মোতাবেক ইমার্জেন্সি বিভাগের লিংকন দোকান থেকে প্লাস্টার কিনে আনতে বলেন। প্লাস্টার শেষে প্লাস্টারের অবশিষ্ট উপকরণ ফেরত নেয়ার জন্য নিলে ক্ষিপ্ত হয়ে রোগীর লোকজনের সাথে খারাপ আচরণ করতে থাকেন লিংকন এবং বলেন ফ্রি ফ্রি প্লাস্টার করে দিলাম আবার জিনিসগুলো নিয়ে যাবেন কেন? এ সময় দৈনিক মাথাভাঙ্গা সাংবাদিক ইলিয়াস হোসেন ইমার্জেন্সি বিভাগের লিংকনের আচরণ দেখে তার নাম জিজ্ঞাসা করলে দম্ভের সাথে বলেন- আমার নাম লিংকন। যান আপনি আমার বিরদ্ধে সিভিল সার্জনের নিকট নালিশ করেন গিয়ে। সিভিল সার্জন আমাকে কি করবেন। তার এ ধরনের। ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে সাধারণ মানুষ হতবিহ্বল হয়ে যায়। যেখানে সরকারি হাসপাতালে বিনামূল্যে সেবা দেয়ার কথা এবং ওষুধ না থাকলে সুন্দর ব্যবহার দিয়ে মানুষকে সেবা করা উচিত, সেখানে ইমার্জেন্সি বিভাগের লিংকনের এ ধরনের আচরণ চিকিৎসা সেবাকে কোথায় নিয়ে গেছে। তার এ ধরনের আচরণে সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।