চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম পিনুর স্মরণসভায় দাবি

 

শিল্পকলার উন্মুক্ত মঞ্চকে পিনু মঞ্চ নামকরণ করতে হবে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান, সিডিএফ’র সভাপতি দৈনিক মাথাভাঙ্গার প্রধান সম্পাদক সাইফুল ইসলাম পিনুর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকৱ্যালি ও স্মরণসভার আয়োজন করা হয়। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর থেকে একটি শোকৱ্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাহিত্য পরিষদ চত্বরে স্মরণসভায় মিলিত হয়।

চুয়াডাঙ্গা জেলা জিসিএ’র সভাপতি ওয়ালিউর রহমান টুল্লুর সভাপতিত্বে অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী, বাংলাদেশের ওয়ার্কার্সপার্টির জেলা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শেখ, প্রত্যাশার নির্বাহী পরিচালক সিডিএফ’র সম্পাদক বিল্লাল হোসেন, ওয়েভ ফাউন্ডেশন গভার্নেন্স কোয়ালিশনের জেলা সমন্বয়কারী জহির রায়হান, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস শুকুর বাঙ্গালী, প্রয়াত পিনুর বোন আম্বিয়া খাতুন লতা, সদর উপজেলা লোকমোর্চার সভাপতি শহিদুল হক বিশ্বাস, জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। পল্লি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের সম্পাদক রিচার্ড রহমান, জেলা লোকমোর্চার নির্বাহী সদস্য লিটু বিশ্বাস, উদীচীর জেলা সভাপতি অ্যাড. নওশের আলী, ঊষার নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম, আকাঙ্ক্ষার নির্বাহী পরিচালক শাহিন সুলতানা মিলি, আত্মবিশ্বাসের প্রতিনিধি খাইরুল মিনা, জিসিএ’র সাংগাঠনিক সম্পাদক একরামুল হক মুক্তা। বক্তাগণ প্রয়াত সাইফুল ইসলাম পিনুর স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য চুয়াডাঙ্গা সরকারি কলেজের একটি কক্ষ অথবা কলেজ মোড় থেকে সদর উপজেলা রোড অথবা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চটি পিনুর নামে নামকরণ করার দাবি জানানো হয়।

অপরদিকে বাদ আছর চুয়াডাঙ্গার বাসটার্মিনাল সংলগ্ন পল্লি উন্নয়ন সংস্থার কার্যালয়ের সাইফুল ইসলাম পিনুর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বাসস্ট্যান্ডপাড়া মসজিদের ইমাম মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন ইলিয়াস হোসেন, কাতব আলী, গাজী রহমান, জহির রায়হান, অ্যাড. নওশের আলী, জোনারুল ইসলামসহ এলাকার মুসল্লিগণ।