চুয়াডাঙ্গা গিরীশনগর মাধ্যমিক বিদ্যালয়ে জুতো পায়ে শহীদ মিনারে ৭ দিনের মধ্যে জবাব দেয়ার নির্দেশ যশোর শিক্ষাবোর্ডের

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার গিরীশনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকেরা জুতো পায়ে শহীদ মিনারে উঠে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করার ঘটনায় যশোর শিক্ষাবোর্ড ব্যাখা চেয়ে পত্র প্রেরণ করেছে। আগামী ৭ দিনের মধ্যে পত্রের ব্যাখা দেয়ার জন্য বলা হয়েছে। ব্যাখা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গিরীশনগর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় গত ৩০ ডিসেম্বর। বিদ্যালয়ে নির্মিত শহীদ মিনারে জুতো পায়ে উঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হায়দার মল্লিক, প্রধান শিক্ষক নুর মোহাম্মদসহ সহকারী শিক্ষকেরা ওই ফল প্রকাশ করেন। জুতো পায়ে শহীদ মিনারে দাঁড়ানো ছবি ফেসবুকে ভাইরাল হলে সৃষ্টি হয় তোলপাড়। নিন্দার ঝড় ওঠে সর্বমহলে। ঘটনার ৩ দিনের মাথায় ২ জানুয়ারি ব্যাখা চেয়ে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ডা. বিশ^াস শাহিন আহম্মদ স্বাক্ষরিত পত্র প্রেরণ করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে। সেই সাথে আগামী ৭ দিনের মধ্যে সন্তোষজনক ব্যাখা দেয়ার নির্দেশও দেয়া হয়েছে। পত্রের ব্যাখা পাওয়ার পর কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানানো হয়েছে। পত্রের অনুলিপি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী অফিসার ও জেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করা হয়েছে। একই ঘটনায় গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষককে শোকজ করা হয়। এদিকে ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে একটি মহল নানাভাবে রাজনৈতিক ফায়দা লুটারও অপচেষ্টা চালাচ্ছে বলেও জানা গেছে। শহীদ মিনারে শিক্ষক মহলের জুতো পায়ে ওঠার বিষয়টি কেউ স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না বলে সচেতন মহল মনে করছে।