চুয়াডাঙ্গা গাড়াবাড়িয়ার ধর্ষণের শিকার গৃহবধূর পাশে দাঁড়িয়েছে মানবতা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা গাড়াবাড়িয়ার ধর্ষণের শিকার গৃহবধূর পাশে দাঁড়িয়েছে মানবতা সংস্থা। ওই গৃহবধূ আইনি সহায়তা চেয়ে মানবতা সংস্থার কাছে আবেদন করেন। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা পলাশপাড়াস্থ মানবতা সংস্থার নেতৃবৃন্দ সরেজমিন তদন্তে গিয়ে ঘটনার বর্ণনা শুনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানা গেছে।
মানবতা সংস্থার নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার এক প্রেসবিজ্ঞপ্তিত্বে জানিয়েছেন, চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়া গ্রামের হারুন কালার ছেলে রিপন গ্রামের এক গৃহবধূ দু সন্তানের জননীকে গত ২১ ফেব্রুয়ারি জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী তাকে ঘরে তুলতে নারাজ হলে গ্রামে মাতবররা ৩০ হাজার টাকা দেনমোহরে রিপনের সাথে বিয়ে দেয়ার চেষ্টা করে। তাতে গৃহবধূ রাজি না হওয়ায় গ্রাম থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। এখন সে দু সন্তান নিয়ে পিতার বাড়িতে অবস্থান নিয়েছে। অভিযোগ পেয়ে গতকাল শুক্রবার মানবতা সংস্থার নেতৃবৃন্দ গাড়াবাড়িয়ায় গিয়ে গ্রামবাসীর সাথে কথা বলেন। পরে ওই গৃহবধূর পিতার বাড়ি গিয়ে ঘটনার বর্ণনা শুনে মামলা করার সিদ্ধান্ত নেন।