ভাংবাড়িয়া ইউনিয়নের মহিলা মেম্বার সেলিনা খাতুনের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য সেলিনা খাতুনের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন প্রকল্পে অনিয়ম, স্বজনপ্রীতি ও কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
জানা গেছে, ভাংবাড়িয়া ইউনিয়নের নগরবোয়ালিয়া নতুনপাড়ার ওয়াসিন হুদার বাড়ি থেকে মাঠপাড়া পর্যন্ত রাস্তা মাটি ভরাটের কোনো কাজ না করে গত জুন মাসে ১ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাৎ করেন। বর্তমানে আব্দালের পুকুর পাড় থেকে ওয়াজ্জদিনের বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি ভরাট কাজে দৈনিক ২৮ জন শ্রমিক কাজের কথা থাকলেও ২০ জন শ্রমিক দিয়ে কাজ করিয়ে নিজের স্বামী-সন্তানের নাম দিয়ে ৮ জনের টাকা উত্তোলন করেছেন সেলিনা খাতুন। বিষয়টি জেলা প্রশাসন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এমনই আশা করছে এলাকাবাসী।