চুয়াডাঙ্গায় ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ গতকাল রোববার সম্পন্ন হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) স্থানীয় সার্কিট হাউজে এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে সার্বিক সহযোগিতায় ছিলো চুয়াডাঙ্গা প্রেসক্লাব।

পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর গত ২৮ অক্টোবর সকাল ১০টায় তিন দিনের এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। এতে প্রশিক্ষক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রদীপ কুমার পান্ডে, ঢাকার  উত্তরা ইউনিভার্সিটির পরিচালক (মিডিয়া) রহমান মুস্তাফিজ ও বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর রুহুল আমিন রুশ্দ।

প্রশিক্ষণ শেষে রোববার বিকেলে অংশগ্রহণকারী ৩৫ সাংবাদিকের হাতে সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক সায়মা ইউনুস। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিতার সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি মাহতাব উদ্দিন। সঞ্চালনা ও কোর্সের স্থানীয় সমন্বয়কারী ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফাইজার চৌধুরী।