মানবাধিকার সম্মাননা পুরস্কার পেলেন দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক

 

দামুড়হুদা প্রতিনিধি: সন্ত্রাস ও অপরাধ প্রতিরোধে বিশেষ অবদান রাখায় মানবাধিকার সম্মাননা পুরস্কার পেলেন দামুড়হুদা মডেল খানার ওসি (তদন্ত) আব্দুল খালেক। গত ২৯ অক্টোবর বিকেলে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হলরুমে অনুষ্ঠিত সু-শাসন মানবাধিকার উন্নয়ন ও স্থানীয় সরকার প্রতিনিধির করণীয় শীর্ষক সেমিনারে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান দুলাল মিয়া তার হাতে ওই পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, তিনি মানবপাচার মামলার ভিকটিম দর্শনা হঠাত পাড়ার কিশোরী রেখা ও দোলনকে ঢাকা সাভার থেকে গত ২৩ আগস্ট উদ্ধার এবং পাচারের সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ, দামুড়হুদা কাদিপুর থেকে অপহরণ হওয়া কলেজছাত্রী সোহানাকে নোয়াখালী জেলার চৌমহনী থেকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দকরণসহ ইরাকে দালালের হাতে বন্দি দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামের যুবক মনিরুলকে কৌশলে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। এ ছাড়া তিনি বেশ কয়েকটি চাঁদাবাজকে গ্রেফতারসহ ডাকাতদল কর্তৃক লুণ্ঠিত মালামাল উদ্ধার করেন। তার এ সামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ওই পুরস্কারে ভূষিত করা হয়। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।