চুয়াডাঙ্গার ২১ হাজার ৪৩৭ জন কর্মী বিদেশে কর্মরত রয়েছে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা থেকে গত ৩৮ বছরে ২১ হাজার ৪৩৭ জন কর্মী বিদেশে গেছে। এর মধ্যে ২০ হাজার ১৫৪ জন পুরষ ও ১ হাজার ২৮৩ জন নারী রয়েছে। ১৯৭৬ সাল থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হিসেবে এসব তথ্য জানা গেছে।

চুয়াডাঙ্গা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ডিসেম্বর মাসে চুয়াডাঙ্গা জেলা থেকে বিদেশেগামী কর্মীর সংখ্যা ২০২ জন। এর মধ্যে পুরুষ ১৬৭ জন ও নারী ৩৫ জন। ২০১৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বিদেশে গমনেচ্ছু নিবন্ধনকৃত কর্মীর সংখ্যা ২২ হাজার ২২০ জন। এ জেলা থেকে জিটুজির মাধ্যমে মালয়েশিয়া গমনের জন্য নির্বাচিত কর্মীর সংখ্যা ৯৬ জন। ইতোমধ্যে ৮৩ জন কর্মীর ফ্লাইট হয়েছে। তার মধ্যে ৮০ জন কর্মী মালয়েশিয়ায় কর্মরত আছেন এবং ৩ জন কর্মী স্বেচ্ছায় মালয়েশিয়ায় গমন করেননি। মালয়েশিয়ার ফ্লাইট অব্যাহত আছে। পুনরায় ৮৪ জন কর্মী মালয়েশিয়ার জন্য নির্বাচিত হয়েছেন। চুয়াডাঙ্গা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ কর্মকর্তা ইকবাল হোসেন সত্যতা স্বীকার করেছেন।