চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্রে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে পুত্রবধূর নালিশ : পাল্টা অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র এশিয়াপাড়ার বধূ তিন সন্তানের জননী খাদিজা খাতুনকে (২১) তার শাশুড়ি ও শ্বশুর নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার নির্যাতনের এক পর্যায়ে খাদিজা স্বামীগৃহ ত্যাগ করে মায়ের বাড়ি ছয়ঘরিয়ায় আশ্রয় নেয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। থানায় নালিশও করে গৃহবধূ।    গতকাল সোমবার খাদিজা তার তিন সন্তানকে নিতে গেলে পুনরায় মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, শ্বশুর মাথার চুল কালো করার জন্য কলপ গোলানোর বাটি চান। চিনে মাটির বাটির বদলে টিনের বাটি দেয়ায় শনিবার নির্যাতন শুরু করে। তিন সন্তান ফেলে রেখে মায়ের কাছে ফিরতে বাধ্য হই। অপরদিকে শ্বশুর ও শাশুড়ি পাল্টা অভিযোগ করে বলেছে, নির্যাতনের অভিযোগ সঠিক নয়। খাদিজার স্বামী কাজের সুবাদে থাকে হালসায়। নানা কারণে খাদিজা নিজেই স্বামীগৃহ ত্যাগ করে। হাসপাতালে ভর্তি হয়ে এখন নির্যাতনের অভিযোগ তুলছে। আঁড়ালে আরো ঘটনা আছে। যা বলা যাচ্ছে না। পাল্টা পাল্টি নালিশ শুনে প্রকৃত ঘটনা জানতে গতকাল শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানা গেছে।