চুয়াডাঙ্গার মহাম্মদজমা গ্রামের মুদিব্যবসায়ী মিলনকে উপর্যুপরি কুপিয়ে জখম

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার মহাম্মদজমা গ্রামের মুদিব্যবসায়ী মিলন হোসেনকে কুপিয়ে জখম করা হয়েছে। গতরাত সাড়ে ১২টার দিকে প্রতিবেশী লিটন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মিলন হোসেনকে রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। তবে তার অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। কী কারণে মিলন হোসেনকে উপর্যুপরি কোপানো হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মহম্মদজমা গ্রামের মসলেম মণ্ডলের ছেলে মিলন হোসেন (৩০) বাড়ির নিকটবর্তী মুদিদোকান বন্ধ করে রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিবেশী মৃত হানিফ মণ্ডলের ছেলে ভ্যানচালক লিটন ধারালো অস্ত্র দিয়ে মিলনকে উপর্যুপরি কোপায়। গতরাত দেড়টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক এহসানুল হক মাসুম জানান, তার অবস্থা গুরুতর। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিলন হোসেনের হাতে ও মাথায় একাধিক কোপ লেগেছে। কী কারণে তাকে কোপানো হয়েছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা না গেলেও নেপথ্যে পরকীয়ার বিষয় রয়েছে বলে গ্রামের কেউ কেউ জানান।