চুয়াডাঙ্গার টেংরামারিতে জামাইয়ের বিরুদ্ধে আবাদি ফসল কেটে দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের টেংরামারি গ্রামে পারিবারিক কলহের জেরে আত্তাব ম-লের দেড় বিঘা জমির আবাদি ফসল কেটে নষ্ট করে দেয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। আত্তাব ম-ল মোমিনপুর ইউনিয়নের টেংরামারি পশ্চিমপাড়ার মৃত মঙ্গল ম-লের ছেলে। গতপরশু বৃহস্পতিবার রাতে আত্তাব ম-লের জামাই তৌহিদুল ইসলাম তার দেড় বিঘা জমির আবাদি ফসল ভুট্টা ক্ষেত, কলাবাগানের কলা গাছ ও ঝাল ক্ষেত কেটে নষ্ট করেছে বলে জানা গেছে। আত্তাব ম-ল অভিযোগ করে বলেন, তার মেয়ে রোজিনার সাথে বিয়ে হয় মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামের মৃত নবীছদ্দীনের ছেলে তৌহিদুল ইসলামের। বিয়ের পর থেকেই তৌহিদুল বিভিন্ন সময় রোজিনাকে টাকার জন্য চাপ সৃষ্টি করে। তৌহিদুল প্রথমে ধার হিসেবে টাকা নিলেও পরে আর ফেরত দিতো না। গত দুবছর ধরে তৌহিদুলকে কোনো টাকা না দেয়ার কারণে রোজিনাকে শারীরিকভাবে নির্যাতন করায় সে বাপের বাড়িতে চলে আসে। তৌহিদুল ইসলাম রাগে ক্ষোভে গতপরশু বৃহস্পতিবার রাতে আত্তাব ম-লের টেংরামারি পেয়ারাতলা মাঠের ফসল কেটে নষ্ট করে দেয় বলে তিনি জানান। আত্তাব ম-ল আরও বলেন, তৌহিদুল গত বছরেও বাড়ির অদূরে তার একবিঘা জমির ভুট্টা গাছ কেটে নষ্ট করে দিয়েছিলো। ক্ষেতের আবাদি ফসল কেটে নষ্ট করে দেয়ায় আত্তাব ম-ল দিশেহারা হয়ে পড়েছেন। তিনি বলেন বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে আবাদ করেছিলাম। তৌহিদুল আমার সব শেষ করে দিলো। আমি এখন মানুষের ধারদেনা পরিশোধ করবো কিভাবে। এদিকে আমার মেয়েকেও সে তার বাড়িতে নেয় না। আমি কি এ সমাজের কাছে কোনো ন্যায়বিচার পাবো না।