চুয়াডাঙ্গার চিত্রা নদী দখলের হিড়িক

সরোজগঞ্জ প্রতিনিধি: এক সময়ের খরস্রোতা খাড়াগোদার চিত্রা নদী দখলের হিড়িক পড়েছে। প্রভাবশালীরা দু পাড় দখল করে চাষাবাদ শুরু করায় নদীটি ভরাট হয়ে গেছে। অনতিলম্বে নদীটি দখল মুক্ত না করা গেলে নদীটির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিছুদিন আগেও যে নদীর ওপর নির্ভর করতেন মৎস্যজীবীরা। নদীটি খনন না করায় পলি জমে নাব্যতা হারিয়ে বিলীন হতে বসেছে। এ সুযোগে স্থানীয় প্রভাবশালীরা চিত্রা নদীর পাড়সহ কিছু কিছু জায়গা দখল করে চাষাবাদ শুরু করেছে। এছাড়া চিত্রা নদীটি দখল করে খনন করা হয়েছে পুকুর। নদীটিতে বর্ষাকাল ছাড়া পানির দেখা মেলে না। নদীটি টিকিয়ে রাখার জন্য সরকারের কোনো পদক্ষেপ নেই। স্থানীয় প্রভাবশালীরা ভুয়া কাগজপত্র তৈরি করে ভোগদখল করছে। নদী খননের ব্যবস্থা করলে ১০ হাজার জেলে পরিবারের মানুষের কর্মসংস্থানসহ বর্ষা মরসুমে হাজার হাজার বিঘা জমির ফসল ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। নদীটি অনতিবিম্বে দখল মুক্ত ও ড্রেজিং করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।