সাতক্ষীরায় গ্রাহকের টাকা আত্মসাৎ : আরডিপির চেয়ারম্যানসহ আটক ৩

 

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় গ্রাহকের বিনিয়োগকৃত প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসরকারি সংস্থা আরডিপি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যানসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে শহরের হোটেল টাইগার প্লাস থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জের বন্দর থানার মৃত আব্দুল লতিফের ছেলে আরডিপি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের গাজী আব্দুল জলিলের ছেলে সংস্থাটির সাতক্ষীরা শাখার ম্যানেজার জুলকার নাইন ও সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী গ্রামের জিয়াদ আলী সরদারের ছেলে হাফিজুর রহমান। প্রসঙ্গত, গত ১৩ মে গ্রাহকের বিনিয়োগকৃত প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যায় আরডিপি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় গ্রাহকদের ক্ষোভের মুখে ওই দিনই প্রতিষ্ঠানের এক কর্মকর্তা ও তিন কর্মচারীকে আটক করে পুলিশ।