চুয়াডাঙ্গার খেজুরায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ডিঙ্গেদহ প্রতিনিধি: বাল্যবিয়ে প্রতিরোধ, শিক্ষার মান উন্নয়নে সচেতনতামূলক সভা ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সদরের খেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। খেজুরা উন্নয়ন ফাউন্ডেশন (কেডিএফ) এ অনুষ্ঠানের আয়োজন করেন। ডিঙ্গেদহ ভাড়াটিয়া বাজার সমিতির সেক্রেটারি বজলুর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সেনা, নৌ ও বিমানের অডিটর প্রশাসন আব্দুর রহমান জোয়ার্দ্দার, খেজুরা জামে মসজিদের ঈমাম আলী নুর বিশ্বাস, সমাজসেবক বায়েজিদ হোসেন জোয়ার্দ্দার, ফজলুল হক লিটন, পদ্মবিলা ইউপি সদস্য হাসানুজ্জামান, আবহাওয়া অধিদফতরের সিনিয়র অবজারভার্ব রফিকুল হাসান, পুলিন মন্ডল ও ইমদাদুল হক। বক্তারা বাল্যবিয়ের ক্ষতিকর দিক ও বাল্যবিয়ে দিলে ছেলে মেয়ের অবিভাবকদের ও বিয়ের সাথে জড়িত সকলকে ৬ মাসের জেল ও ১ লাখ টাকা অর্থদ-ের বিধান আছে বলে সতর্ক করে দেয়া হয়। পাশাপাশি খেজুরা গ্রামের কোন ছেলে মেয়েকে বাল্যবিয়ে না দেয়ার জন্য অনুরোধ জানানো হয়। শেষে গ্রামের ১শ’ ৬০ জন দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান করা হয়।