কুষ্টিয়ায় বঙ্গীয় বিতর্ক প্রতিযোগিতা উৎসব-১৪২৩ অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি: শৈল্পিক শিরে জেড়ে উঠুক চেতনার সূর্য স্লোগানকে ধারণ করে বঙ্গীয় বিতর্ক প্রতিযোগিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় কুষ্টিয়া জেলা পরিষদের আব্দুল জব্বার মিলনায়তনে কুষ্টিয়াসহ ১০টি জেলা থেকে আগত ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশ গ্রহণের মধ্যদিয়ে বিতর্কানুষ্ঠানের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সারোয়ার মুর্শেদ, কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী রহমান, বাংলাদেশ ডিবেটিং সোসাইটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি মুকসিমুল আহসান অপু, সহসভাপতি জাফর সাদিক প্রমুখ। সনাতনী বিষয় ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় চুয়াডাঙ্গা ও গাংনীর জোরড়পুকুরিয়া হাইস্কুল অংশগ্রহণ করে। এর আগে সকাল ১০টায় শিক্ষার্থীদের একটি বর্ণঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আব্দুল জব্বার মিলনায়তনে সমবেত হয়।