কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জামিল হোসেন বাচ্চু হত্যা মামলার রায়ে ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আক্তার হোসেন এ রায় দেন। ২০০৯ সালের ২৫ জুলাই বিকেলে কুমারখালীর কয়া গ্রামে অস্ত্রধারী সন্ত্রাসীরা বাচ্চুকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় মামলার বাদী নিহতের ছোট ভাই জিয়াউল ইসলাম স্বপন ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে ৩৫ জনকে আসামি করে মামালার চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘ শুনানি শেষে গতকাল বুধবার রায় দেন বিচারক। দণ্ডপ্রাপ্ত ১২ আসামির মধ্যে ১০ জন কারাগারে থাকলেও দুজন পলাতক রয়েছে। মামলার বাদী জিয়াউল ইসলাম স্বপন রায়ে অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন প্রত্যাশা অনুযায়ী মামলার রায় হয়নি। আমাদের আশা ছিলো সবার ফাঁসির রায় হবে। তবে অধিকতর শাস্তির লক্ষ্যে উচ্চ আদালতে আপিল করার কথাও বলেছেন তিনি।