এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের ককপিটে মারামারি

মাথাভাঙ্গা মনিটর: এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের ককপিটে পাইলটের কমান্ডার ও সহপাইলটদের মধ্যে তর্কাতর্কি এবং পরবর্তীতে এর জের ধরে হাতাহাতির ঘটনা ঘটেছে। গত রোববার ভারতের জয়পুর-দিল্লি রুটে চলাচলকারী এয়ার ইন্ডিয়ার ৬১১ ফ্লাইটে এ ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে দুজনকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ওই ফ্লাইটের কমান্ডার অভিযোগ করে বলেন, ফ্লাইটটি জয়পুর থেকে দিল্লির উদ্দেশ্য রওনা হওয়ার প্রস্তুতি নেয়ার সময় সহপাইলট তার সাথে বাজে আচরণ করেন এবং এক পর্যায়ে আঘাতও করেন। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জিপি রাওয়ের দাবি, ককপিটে কোনো সহিংস ঘটনা ঘটেনি। তবু এ ঘটনায় জড়িতদের ওই ফ্লাইটের দায়িত্ব করে প্রত্যাহার করা হয়েছে। অবশ্য ওই ফ্লাইটের ক্যাপ্টেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে জানিয়েছেন, অভিযুক্ত দু সহকারীকে সাথে নিয়ে তিনি আর কখনো উড়োজাহাজ চালাবেন না। একই সাথে তিনি আরো জানান, অতীতেও ওই দু সহপাইলট অন্য কামান্ডারদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন। রোববার ওই ফ্লাইটে মূলত কী ঘটনা ঘটেছিলো তা নিশ্চিতভাবে জানা যায়নি এখনো। তবে এ বিষয়ে কর্তৃপক্ষকে লিখিতভাবে বিস্তারিত জানিয়েছেন ফ্লাইট কমান্ডার।