ইএস-বিরোধী অভিযানে আরব সমর্থন চান কেরি

 

মাথাভাঙ্গা মনিটর: ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানে সমর্থন দেয়ার জন্য আরবদেরকে চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরাক এবং সিরিয়ায় হুমকি হয়ে ওঠা আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযানকে এ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে আন্তর্জাতিক লড়াই হিসাবেই নিয়েছে। ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বিশেষ কোনো হুমকি চিহ্নিত করতে না পারলেও মার্কিন কর্মকর্তারা বলেছেন, যোদ্ধারা দেশে ফিরে যেতে পারে এবং হামলা চালাতে পারে। গত মাসে দু মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদের ঘটনা অনেক মার্কিনিকেই ক্ষুব্ধ করেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, সৌদি আরব মধপন্থি সিরীয় বিদ্রোহীদের জন্য প্রশিক্ষণ শিবির চালু করতে রাজি হয়েছে। তারা জঙ্গিদের বিরুদ্ধে ওবামার বৃহত্তর অভিযান পরিকল্পনার অংশ। যে জঙ্গিরা ইরাক এবং সিরিয়ার এক তৃতীয়াংশ এলাকা দখল করে নিয়েছে। জেদ্দায় আরবদেশগুলো এবং তুরস্কের সাথে বৈঠকে আঞ্চলিক এ মিত্রদের কাছ থেকে কি চান তা বিস্তারিত জানিয়ে পররাষ্ট্রবিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, আমাদের অভিযান আরো বাড়ানো প্রয়োজন। এ ব্যাপারে বিস্তারিত খুঁটিনাটি নিয়ে আলোচনার জন্য খুব শিগগিরিই প্রতিরক্ষামন্ত্রীদের একটি বৈঠক হবে। আঞ্চলিক দেশগুলো তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিলে ইরাক ও সিরিয়ায় আইএস এর ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা চালানো এবং বিমান বিধ্বংসী অস্ত্র আরো বেশি করে ব্যবহার করা সম্ভব হবে। সৌদি আরব এবছর একটি চরমপন্থি সংগঠন হিসাবে আইএস কে বেআইনি ঘোষণা করেছে। তবে আইএস এর দিকে বেশি মনোনিবেশ করা হলে ওই অঞ্চলের আরেকটি বড় হুমকি ইরানের দিকটি উপেক্ষিত থেকে যাবে বলে আশঙ্কা সৌদি আরবের।