বিচারপতির মেয়ের বিরুদ্ধে ঢাবির মামলা

 

স্টাফ রিপোর্টার: ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সেই বিচারপতির মেয়ের নামে মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৯ সেপ্টেম্বর নিরাপত্তা বিভাগের কর্মকর্তা মো. আক্কাস আলী বাদী হয়ে বংশাল থানায় এ মামলা দায়ের করেন। পাবলিক পরীক্ষা অপরাধ আইন অনুযায়ী তার বিরুদ্ধে এ মামলা করা হয়। মামলায় বলা হয়েছে- পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বিচারপতি এএনএম বশির উল্লাহর মেয়ে সানজিদা বিনতে বশিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি ইউনিএইড কোচিং সেন্টারের সহায়তায় তিন লাখ টাকার চুক্তিতে মোবাইলে এসএমএস’র মাধ্যমে এ জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন। মামলার এজাহারে দেখা গেছে, মামলা করা হলেও বিচারপতির স্থায়ী এবং বর্তমান ঠিকানা উল্লেখ করা হয়নি।