আলমডাঙ্গা শালিকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন বিশ্বাসের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

 

ভালাইপুর/আসমানখালী প্রতিনিধি: আসমানখালী বাজারের বিশিষ্ট পান ব্যবসায়ী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন বিশ্বাস আর নেই (ইন্নালিল্লাহে…..রাজেউন)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গার শালিকা গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে জাতীয় পতাকা দিয়ে সমবেদনা জ্ঞাপন শেষে শালিকা কবরস্থানে তাকে দাফন করা হয়।।

জানা গেছে, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসানের পিতা শালিকা গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন বিশ্বাস (৭০) কয়েক মাস ধরে বাধর্ক্যজনিত সমস্যায় ভুগছিলেন। গত সোমবার রাত ১২টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পথে রাত সোয়া ১২টার দিকে তিনি মারা যান। দাফনের আগে মরহুমের কফিনে আলমডাঙ্গা উপজেলা ও ইউনিয়নের সহযোগী বীর মক্তিযোদ্ধারা জাতীয় পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা জানান। দাফনের সময় স্বজনের পাশাপাশি সমবেদনা জানান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান জোয়ার্দ্দার, জেলা যুবলীগের অন্যতম নেতা নঈম হাসান জোয়ার্দ্দার, মহিবুল হক মন্টু, চিরু মিয়া, সৌকত, গাংনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান রেজু, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ওদুদ,  বীর মুক্তিযোদ্ধা ইয়াহিয়া রহমান, মাজেদ আলী, মকবুল হোসেন, জহুরুল ইসলাম, ইউনুছ আলী, ইলিয়াছ হোসেন, আব্দুস ছাত্তার, মোতালেব, শাহাদৎ হোসেন, গিয়াস উদ্দিন, আব্দুল গনি, এসআই আব্দুল