৩১ অক্টোবর মেহেরপুর আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন

 

মেহেরপুর অফিস: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ৩১ অক্টোবর হতে যাচ্ছে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন। তফশীল অনূযায়ী ৬ অক্টোবর মনোনয়নপত্র দাখিল, ৭ অক্টোবর বাছাই, ১৪ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের তারিখ নির্ধারন করে দিয়েছে নির্বাচন কমিশন। এর পর পরই প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এছাড়াও ৩১ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাচন অফিসার কবীর উদ্দীন।

গত ২৩ এপ্রিল সদর উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে ৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলেও বাদ যায় আমদহ ইউনিয়ন। এছাড়াও ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সারাদেশে পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু দেশের কয়েকটি পৌরসভাসহ মেহেরপুর পৌরসভা সে তালিকা থেকে বাদ পড়ে। অভিযোগ রয়েছে মেহেরপুরের এ দুটি জায়গায় নির্বাচন না হওয়ার পেছনে অন্যতম কারণ হলো হাইকোর্টে সীমানা জটিলতার মামলা। যেখানে আমদাহ ইউনিয়ন ও পৌরসভার কিছু এলাকা নিয়ে হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। তার পরই আমদাহ ইউনিয়ন ও মেহেরপুর পৌরসভার নির্বাচন বন্ধ হয়ে যায়। সম্প্রতি সময়ে পৌরসভায় নির্বাচনের দাবিতে মেহেরপুরের বিভিন্ন রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে আসছিলো। সীমানা জটিলতার মামলা নিয়ে নির্বাচন করতে কোনো বাধা নেয় বলে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে একটি চিঠি আসে মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহের কাছে। তারপরই দেশের কয়েকটি ইউনিয়নসহ আমদহ ইউনিয়নের তফশীল ঘোষণা করলো নির্বাচন কমিশন।