আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের ৭১ ও ৭৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের ১৯৭১’র এসএসসিব্যাচে আলোকিত ৭১ বন্ধু সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ৯ জুলাই সকাল ১০ টায় আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বহুমুখী বিদ্যালয় থেকে ৱ্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. আব্দুস শীহদ, শিক্ষক তাহাজ উদ্দিন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডা. আলী আকবর আকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন আব্দুল হামিদ, মসলেম উদ্দিন, আমজাদ হোসেন, আব্দুল কাশেম, মানোয়ার হোসেন মহন, ওমর আলী, ডা. মতিয়ার রহমান, রইচ উদ্দিন, আব্দুর রহিম জোয়ার্দ্দার, ছকিম উদ্দিন, গোলাম রসূল, জামাল উদ্দিন, আব্দুল কাদের, আজিম উদ্দিন, জামান টুকু প্রমুখ।

অপরদিকে বিদ্যালয়ের ১৯৭৭-৭৮ এসএসসিব্যাচে সেতুবন্ধ বন্ধু সমাজ সংগঠনের ঈদ পুনর্মিলন অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ৯ জুলাই আলোচনাসভা অনুষ্ঠানে মাহমুদুল কাওনাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অ্যাড. সোহরাব হোসেন, শেখ আব্দুর জব্বার, সাংবাদিক হামিদুল ইসলাম আজম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বদরুজ্জামান বাবলু। আব্দুল মান্নানের পরিচালনায় উপস্থিত ছিলেন সৈয়দ সাজেদুল হক মনি, একেএম কামাল উদ্দিন, বোরহান উদ্দিন, ফারুক আলম টুটুল, শেখ জামাল হোসেন, হেফজুল কাদের গোলাপ, মিজানুর রহমান, আজিজুল হক, আজিজুর রহমান চৌধুরি প্রমুখ। অনুষ্ঠান শেষে সর্বসম্মতি ক্রমে ১৯৭৭-৭৮ এসএসসি ব্যাচে সেতুবন্ধ বন্ধু সমাজ সংগঠনের সভাপতি হিসেবে সৈয়দ সাজেদুল হক মনি ও সম্পাদক আব্দুল মান্নানকে মনোনীত করেন। কমিটিতে ৭ জনকে উপদেষ্টা করে ২১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।