আলমডাঙ্গার বড়পুটিমারীর মসজিদের সামনের রাস্তা বেঁধে দেয়ায় জলাবদ্ধতা

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের বড়পুটিমারী গ্রামের মসজিদের সামনের রাস্তা বেঁধে দেয়ায় হাঁটু সমান জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে পথচারী ও মসজিদের মুসল্লিদের নিদারুণ সমস্যর সৃষ্টি হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

স্থানীয়দের অভিযোগসূত্রে জানা গেছে, কয়েক দিনের বৃষ্টিতে আলমডাঙ্গার বড়পুটিমারী গ্রামের মসজিদের সামনের পাকা রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তার দু ধার ও রাস্তার ওপরে মাটি দিয়ে বেঁধে পানি আটকে দিয়েছে গ্রামের কয়েকজন ব্যক্তি। গ্রামবাসী অভিযোগ করে জানায়, গ্রামের আইন মণ্ডলের ছেলে ইকবাল, আফসারের ছেলে সাজিবার ও ইমানের ছেলে তৈয়ব নিজেদের বাড়ির সামনে রাস্তার দু ধারের পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে রাস্তার ওপর হাঁটু সমান পানি জমে আছে। পথচারীসহ মসজিদের মুসল্লিরা পড়েছেন বিপাকে। এলাকাবাসী প্রতিকার চেয়েছে।