আলমডাঙ্গার ওয়াপদায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ : তদন্ত করলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ওয়াপদার বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে গতকাল মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তদন্ত করেছেন। বিভিন্ন ঠিকাদার ও আলমডাঙ্গা ওয়াপদার এক লিজ গ্রহিতার দেয়া অভিযোগের ভিত্তিতে ওই কর্মকর্তারা সরেজমিন তদন্ত করেন। তদন্তে এসে বিভিন্ন অনিয়মের বিষয় জানার পর কর্মকর্তারা অসন্তোষ প্রকাশ করেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের কয়েক কর্মকর্তার বিরুদ্ধে ঠিকাদারী কাজে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে অনিয়মের মাধ্যমে অন্য প্রতিষ্ঠানকে কাজ দেয়া, নিয়মমাফিক অফিস না করা, একজনের নামে জমির লিজ থাকার পরও উৎকোচের বিনিময়ে অন্যকে লিজ প্রদানসহ নানা অভিযোগ উঠেছে। আলমডাঙ্গার ওয়াপদার আশরাফুল আলম পিন্টু তার নামে লিজ থাকার পরও ওই সম্পত্তি অন্যকে লিজ দিয়ে তার বাগান কেটে ফেলায় চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা অনোয়ার হোসেন ও রোকনুজ্জামানসহ কয়েক কর্মকর্তার নামে বিভিন্ন দফতরে অভিযোগ দায়ের করেন। এসব অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মকবুল হোসেনের নেতৃত্বে একটি টিম তদন্ত করে। চুয়াডাঙ্গায় তদন্তকালে বিভিন্ন ঠিকাদারের মুখ থেকে এসব কর্মকর্তার অনিয়মের বিষয়গুলো শোনেন। ওই টিম বিকেলে আলমডাঙ্গা ওয়াপদার আশরাফুল আলম পিন্টুর দেয়া অভিযোগে তদন্তে যান। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন, চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার, উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন। আশরাফুল আলম পিন্টু তার লিজ নেয়া জমি অন্যকে লিজ দেয়া ও তার লাগানো বহু গাছ কেটে ফেলার বিষয়টি তুলে ধরেন। এ সময় কর্মকর্তারা বিভিন্ন স্থাপনার ছবি তোলেন। পরে ওয়াপদার অফিসে গেলে সেখানে বসার কোনো ব্যবস্থা না থাকায় অসন্তোষ প্রকাশ করেন।