আত্মহত্যার অপচেষ্টা চালিয়ে মৃত্যুর সাথে লড়ছে

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার নূরনগরের গৃহবধূ শিলা (২০) আত্মহত্যার অপচেষ্টা চালিয়ে মৃত্যুর সাথে লড়ছে। গৃহবধূ শিলা চুয়াডাঙ্গা সদর উপজেলার নূরনগর গ্রামের মনার ছেলে সুমনের স্ত্রী ও হায়দার গ্রামের সোবারেকের মেয়ে। তার কোলে রয়েছে ৮ মাসের কন্যা সন্তান।

এ ব্যাপারে শিলার ভাই কুদ্দুস জানান, প্রায় ৫ বছর আগে নূরনগরের মনার ছেলে সুমনের সাথে তার বোন শিলার বিয়ে হয়। বোনের সুখের কথা ভেবে শিলার স্বামীকে ৪০ হাজার টাকা নগদ ও ঘরের আসবাবপত্র বাবদ প্রায় ১ লাখ টাকার মালামাল দেন। এরপর ও লোভ মেটেনি স্বামী ও স্বামীর বাড়ির লোকজনের। মাঝে মধ্যে টাকার জন্য চাপ দিতো। কিন্তু গত ১০ দিন আগে শিলাকে বাড়ির জমি বিক্রি করে আনতে বলে বাপের বাড়িতে পাঠিয়ে স্বামী সুমন ও তার বাড়ির লোকেরা। স্বামীর চাহিদা মোতাবেক জমি বিক্রি করে টাকা দিতে না পেরে গত ১৯ জুন বাদ আসর স্বামীর নিকট ফোন করে জানান। মোবাইলে বাগবিতণ্ডা করার কারণে রাগে অভিমান করে বিষপান করে আত্মহত্যার অপচেষ্টা চালায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে বিষ তোলা হয়। শিলার অবস্থা ক্রমেই অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী রেফার করেন। এরপর রাজশাহী নিয়ে ভর্তি করে দু দিন চিকিৎসা দেয়ার পর চিকিৎসক শিলাকে বাড়ি পাঠিয়ে দেন। বর্তমানে বাপের বাড়িতে এসে মৃত্যুর সাথে লড়ছে শিলা। চুয়াডাঙ্গা মানবতা ফাউন্ডেশন আইনি সহায়তার দেয়ার জন্য পাশে দাঁড়িয়েছে। শিলার বড় ভাই কুদ্দুস গতকাল শুক্রবার আইনি সহায়তা চেয়ে এ আবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন- অ্যাড. মানি খন্দকার, রউফুন নাহার রীনা, অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার, নওশের আলী, হাফিজ উদ্দিন ও জিল্লুর রহমান।