অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর স্ত্রীর টাকা ছিনতাই

চুয়াডাঙ্গার বিজিবি ক্যাম্পের অদুরে দিনে দুপুরে ছিনতাইকারীদের তাণ্ডব

 

সরোজগঞ্জ প্রতিনিধি: বিদেশে থেকে স্বামী পাঠানো টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েছেন স্ত্রী বিপাশা খাতুন। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে ইসলামী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা শাখা থেকে ৩১ হাজার তুলে অটোবাইকযোগে বাড়ি ফিরছিলেন। বিজিবি ক্যাম্পের অদুরে পৌছালে ৪/৫ জন মুখোশধারী ছিনতাইকারী অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নেয় টাকা, গহনা ও মোবাইলফোন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তিয়রবিলা গ্রামের মালোয়াশিয়া প্রবাসী  আলম হোসেনের স্ত্রী বিপাশা খাতুন (২৪) ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখা থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন। বিপাশা খাতুন বলেন,বিকেলে ৪টার দিকে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের জাফরপুর বিজিবি ক্যাম্পের অদুরে পৌছালে দুটি মোটরসাইকেলযোগে আসা ৫ জন অটোর গতিরোধ করে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। তারপর আমার কাছে থাকা ৩১ হাজার টাকা, কানের দুল ও মোবাইলফোন ছিনিয়ে নিয়ে সটকে পড়ে।