অথৈ কেয়া ও হানিফের মালিকের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার: নাটোরের সড়ক দুর্ঘটনার জন্য দায়ী করে অথৈ, কেয়া ও হানিফ পরিবহনের মালিক, বাসচালক, হেলপারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এ দুর্ঘটনায় নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলীর নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটির প্রতিবেদন প্রকাশকালে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, গত ২০ অক্টোবর এ দুর্ঘটনা ঘটে। মাত্র তিনদিনের ভেতর এ প্রতিবেদন পাওয়া একটি উল্লেখযোগ্য ঘটনা। তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, রাজশাহীগামী কেয়া পরিবহন এবং গুরুদাসপুরগামী অথৈ পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ৩৬ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছে। তবে যে দুজন চালকের মৃত্যুর খবর শোনা যায় তার মধ্যে কেয়া পরিবহনের চালক বেঁচে আছেন। দুর্ঘটনার মূল কারণ বর্ণনা করতে গিয়ে মন্ত্রী বলেন, রাজশাহীগামী কেয়ার চালকের দ্রুতগতিতে ও বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং বিপরীত দিক থেকে আসা যানবাহনের গতিবিধ ও দূরত্ব বিবেচনা না করে একটি ট্রাককে ওভারটেকের চেষ্টা করাই এ দুর্ঘটনার মূল কারণ। এ দুর্ঘটনায় প্রকৃত দোষীরা হলেন- অথৈ, কেয়া ও হানিফ পরিবহনের মালিক, চালক ও হেলপার।