সিংহের গুহায় ওবামা!

মাথাভাঙ্গা মনিটর: অ্যাডওয়ার্ড স্নোডেনকে নিয়ে রেষারেষির পর সিরিয়া অভিযান নিয়ে মতানৈক্যের মধ্যে জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার রাশিয়া সফরকে সিংহের গুহার সাথেই তুলনা করা হচ্ছে। সেখানে সিরিয়ায় হামলার বিষয়টি নিয়ে খোদ মস্কো এবং অন্যান্য বিদেশি নেতাদের বিরোধিতা মোকাবেলা করতে হবে ওবামাকে। রাশিয়ার আপত্তি এবং হুঁশিয়ারির মুখেও সিরিয়ায় সামরিক অভিযানের পথে এগোনোর জন্য তৎপরতা চালাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। রাশিয়ার সাথে ঘোরতর সংঘাতময় এ ইস্যুটি ছাড়াও আছে অ্যাডওয়ার্ড স্নোডেন ইস্যু। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ফাঁস করে পলাতক যে সাবেক সিআইএ কর্মকর্তাকে নিরাপদ আশ্রয় দিয়ে রেখেছে রাশিয়া। রাশিয়া স্নোডেনকে আশ্রয় দেয়ার পরপরই যুক্তরাষ্ট্র হতাশা এবং ক্ষোভ প্রকাশ করে। জি-২০ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক বাতিলের ঘোষণাও তখনই দিয়েছিলেন ওবামা। যুক্তরাষ্ট্র-রাশিয়ার টানাপোড়েনের সম্পর্কে মধ্যে এ দুটি বিষয়ই আরো তিক্ততা সৃষ্টি করেছে। এর মধ্যেই রাশিয়ায় দু দিনের জি-২০ অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে গতকাল বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে গেছেন ওবামা। স্নোডেনের ঘটনার পর রাশিয়ায় তার প্রথম সফর এটি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *