মেহেরপুরে ৭ দফা দাবিতে সরকারি প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

 

মেহেরপুর অফিস: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদ মর্যাদা, ২য় শ্রেণির কর্মকর্তার মর্যাদায় উন্নীতসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মেহেরপুরে মানববন্ধন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষকদের অন্যান্য দাবির মধ্যে সহকারী শিক্ষকদের বেতন স্কেল বৃদ্ধি, নিয়োগ বিধি পরিবর্তন ও পদোন্নতি জটিলতা নিরসন অন্যতম। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন অত্র সংগঠনের কেন্দ্রীয় সহমহাসচিব জেরা সভাপতি নাজমুল হক লিটন। বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদুল হক, যুগ্মসম্পাদক মাসুদ আলম ও সদর উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি সাদ আহম্মেদ, প্রধান শিক্ষক আদম আলী। উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক, সহসভাপতি মোহাদ্দেস আলী, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রিন্টু, সহসভাপতি মনোয়ার হোসেন, সদস্য সাইদুল আলম সাগর, শরিফুল ইসলাম, গৌরি শাহা প্রমুখ।