মহেশপুরে কমিউনিটি ক্লিনিকের মান উন্নয়ন বিষয়ক উপজেলা পাবলিক হেয়ারিং

মহেশপুর প্রতিনিধি: ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে হেলথ নেটওয়ার্ক অব বাংলাদেশের আওতায় ‘বাংলাদেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পের সহযোগিতায় ২৫ আগস্ট ১৩ ইং তারিখে কমিউনিটি ক্লিনিকের মান উন্নয়ন বিষয়ক উপজেলা পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত হয়েছে।

জনগণের স্বাস্থ্যসেবা অধিকার নিশ্চিত ও বাংলাদেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থা উন্নতকরণের জন্য মহেশপুর উপজেলার যাদবপুর সোনালি কমিউনিটি রিসোর্স সেন্টারে যাদবপুর ও নাটিমা ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের উপকার ভোগীদের অংশগ্রহণে মতবিনিময়সভা (উপজেলা পাবলিক হেয়ারিং) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাছিমা খাতুন। রিসোর্স পারসন ছিলেন মহেশপুর উপজেলার স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. তাহাজ্জেল হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা আহছানিয়া মিশনের এলাকা সমন্বয়কারী কামরুজ্জামান। সভাপতিত্ব করেন সোনালি সিআরসি’র সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা এমদাদ জাহীদ। অনুষ্ঠানে উপকারভোগী অংশগ্রহণকারীরা কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়নে বিভিন্ন সমস্যাবলী উন্মুক্ত আলোচনায় তুলে ধরেন।