বেনীপুর রাজাপুর ও উথলী বিজিবিরঅভিযানে মদ ফেনসিডিল ও সার উদ্ধার

 

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বেনীপুর রাজাপুর ও উথলী বিওপি বিজিবি সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় মদ, ফেনসিডিল ও ইউরিয়া সার উদ্ধার করেছেন। শনিবার ও গতকাল রোববার অভিযান চালিয়ে বিজিবি এসব মালামাল আটক করে। তবে এসময় কোনো চোরাচালানীকে আটক করা সম্ভব হয়নি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শনিবার ও গতকাল রোববার জীবননগর উপজেলার বেনীপুর বিওপি কমান্ডার হাবিলদার মোখলেছুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে বেনীপুর মাঠে অভিযান চালিয়ে ৮৪ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেন। অপরদিকে গতকাল রোববার রাজাপুর বিওপি কমান্ডার হাবিলদার তোতা মিয় গোপন সংবাদের ভিত্তিতে মানিকপুর মাঠে অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় মদ ও ১২০ বোতল ফেনসিডিল আটক করেন। এছাড়াও উথলী বিশেষ ক্যাম্পের হাবিলদার নাজমুল হক উথলী আমতলা নামক স্থানে অভিযান চালিয়ে ৫ বস্তা ভারতীয় ইউরিয়া সার ও ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হন।