দামুড়হুদায় পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মারধরসহ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

দামুড়হুদা/কুড়লগাছি প্রতিনিধি: দামুড়হুদায় পূর্ব শত্রুতার জের ধরে এক সংখ্যালঘুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মারধরসহ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ৫ জনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের ভূষিমাল ব্যবসায়ী সুজন কুমার সাহার ব্যবসা প্রতিষ্ঠান সুজন স্টোরে ওই হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার দর্শনা রামনগর গ্রামের শ্রী মদন কুমার সাহার ছেলে সুজন কুমার সাহা দীর্ঘদিন ধরে কার্পাসডাঙ্গা বাজারে ভূষিমালের ব্যবসা করে আসছেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে কার্পাসডাঙ্গার টিটুর ছেলে বাঘাডাঙ্গার গোলামের ছেলে ময়দুল, পীরপুরকুল্লার নাজিম মাস্টারের ছেলে হাবিব, একই গ্রামের খোদনের ছেলে রতন ও রঘুনাথপুরের হালিম গতকাল বৃহস্পতিবার বিকেলে সুজনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মালামাল তছনছ করে এবং ক্যাশে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় সুজন বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে আহত করে। এ ঘটনায় সুজন বাদী হয়ে ওই ৫ জনের বিরুদ্ধে গতকাল রাতেই দামুড়হুদা থানায় অভিযোগ করেছেন।