দর্শনাকে উপজেলাকরণের দাবিতে আন্দোলন

 

দর্শনা প্রেসক্লাবে মতবিনিময়সভায় কর্মসূচি ঘোষণা

দর্শনা অফিস: দর্শনাকে উপজেলাকরণের দাবিতে আন্দোলন এখন শুধু ফেসবুকে সীমাবদ্ধ নেই। এ আন্দোলন এখন প্রতিটি মানুষের হৃদয়ের। দলমত নির্বিশেষে সকলেই আন্দোলন কর্মসূচিতে অংশ নিচ্ছে স্বতঃস্ফূর্তভাবে। প্রাণের দাবি পূরণে যা যা করণীয় সবকিছুই করতে অটুট এলাকাবাসী। দাবি আদায় না করে আন্দোলনের মাঠ ছাড়তে নারাজ আন্দোলনকারীরা। যতোই দিন যাচ্ছে, ততোই যেন আন্দোলন বেগবান হচ্ছে। প্রতিটি কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশ গ্রহনই আন্দোলনকে আরো এগিয়ে নিচ্ছে। দর্শনাবাসী তাদের ন্যায্য অধিকার আদায়ে এখনো মাঠে রয়েছে। অধিকার আদায় না করে তারা ঘরে ফিরবে না। পারকৃষ্ণপুর-মদনা, কুড়–লগাছি, তিতুদহ, বেগমপুর, নবগঠিত নেহালপুর, গড়াইটুপি ইউনিয়ন ও দর্শনা পৌরসভার সমন্বয়ে দর্শনা উপজেলা বাস্তবায়নের আন্দোলনে চলছে লাগাদার কর্মসূচি। গতকাল বুধবার দর্শনা প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময়সভার সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল। আলোচনা করেন- উপজেলা আন্দোলনের মুখপাত্র ওয়েভ ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, কবি ও সাহিত্যিক আবু সুফিয়ান, হাবিবুর রহমান বুলেট, হারুন অর রশিদ, সাজ্জাদ হোসেন, সায়েমুল হক টিপু, হাসমত কবির, সাংবাদিক মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন, চঞ্চল মেহমুদ, নজরুল ইসলাম, আহসান হাবীব মামুন, কামরুজ্জামান যুদ্ধ, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, তোফাজ্জেল হোসেন তপু, আলামিন, কিতাব আলী, শাকিল আহম্মেদ, ফয়সাল, মিল্টন কুমার সাহা প্রমুখ। সভা থেকে আগামী ১৯ আগস্ট সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে আলোর মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শোকের মাস শেষে বড় ধরনের আন্দোলন কর্মসূচি ঘোষণার ইঙ্গিত দেয়া হয়েছে। ১৯ আগস্টের কর্মসূচিতে যথাসময়ে দর্শনা সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। ইতঃপূর্বেই দর্শনাকে উপজেলা করণের দাবির প্রতি একত্মতা ঘোষণা করেছেন- চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান দর্শনা তথা সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর নেতৃবৃন্দ।