দামুড়হুদায় বিজিবির অভিযানে ২১ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

দর্শনা অফিস: দামুড়হুদার সুলতানপুর বিজিবি সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ২১ কোটি টাকা মূল্যের বিষধর গোখরা সাপের বিষ উদ্ধার করলে আটক করতে পারেনি কোনো চোরাকারবারীকে। গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের অতিরিক্ত পরিচালক মেজর লুৎফুল কবিরের নির্দেশে দামুড়হুদার সুলতানপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার তোতা মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনার মাঠে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুজন চোরাকারবারী একটি থলে ফেলে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা উদ্ধার করে থলেটি। থলে থেকে ৩ কেজি ৩০ গ্রাম বিষধর গোখরা সাপের বিষ উদ্ধার করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে। উদ্ধারকৃত বিষের মূল্য ২০ কোটি ৯৩ লাখ ৩৬ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করেছে বিজিবি।