তুরস্কে তাজিকিস্তানের বিরোধীদলীয় নেতা নিহত

মাথাভাঙ্গা মনিটর: তুরস্কের ইস্তাম্বুলে অজ্ঞাত হামলাকারীদের গুলিতে তাজিকিস্তানের একজন বিরোধীদলীয় নেতা নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উমারালি তুভাতোভ নামের এ নির্বাসিত নেতাকে মাথায় গুলি করে হত্যা করা হয় বলে তাজিকিস্তানের বিরোধীদলীয় তিনি তাজিকিস্তানের সরকারবিরোধী গ্রুপ ২৪ আন্দোলনের নেতা ছিলেন। অক্টোবরে এ রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করেছিলো দেশটির প্রেসিডেন্ট ইমোমালি রাখমন সরকার। তাজিকিস্তানে কুভাতোভর বিরুদ্ধে অনেকগুলো অপরাধের অভিযোগ আনা হয়েছিলো। দেশটি তাকে ফেরত পাঠানোর দাবি জানালেও তুরস্ক তা প্রত্যাখ্যান করে। ডিসেম্বরে কথিত ভিসা জালিয়াতির দায়ে তুর্কি কর্তৃপক্ষ কুভাতোভকে গ্রেফতার করেছিলো। কিন্তু অল্পদিনেই মুক্তি পান তিনি। তাজিকিস্তান বিরোধীদলের নির্বাসিত অন্যান্য প্রতিনিধিরা জানিয়েছেন, দু কিশোর সন্তানকে নিয়ে কুভাতোভ ও তার স্ত্রী বাইরে খেতে গিয়েছিলেন। খাওয়ার পরপরই তিনি অসুস্থবোধ করায় রাস্তায় বের হয়ে আসেন, এ সময়ই তাকে গুলি করা হয়।