জীবনরক্ষায় ত্রাতা মোবাইল!

মাথাভাঙ্গা মনিটর: মোবাইলফোন মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে এ কথা সবাই স্বীকার করেন। কিন্তু হন্তারক মেরু ভল্লুকের আক্রমণ থেকে জীবন বাঁচাতে একেবারে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হবে কে ভেবেছে? সত্যিই সত্যিই মোবাইলফোনকে ঢাল হিসেবে ব্যবহার করে ভয়ঙ্কর মেরু ভাল্লুকের আক্রমণ থেকে বেঁচে গেলেন কানাডার এক নাগরিক! ওই ব্যক্তির নাম উল্লেখ না করলেও কানাডার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ ম্যানিটোবার উপকূলীয় শহর চার্চিলের বাসিন্দা ওই লোক তার বাড়ির পাশ দিয়ে আনমনে হাঁটার সময় হঠাৎ একটি মেরু ভাল্লুকের আক্রমণের শিকার হন। ভয়ঙ্কর ভাল্লুকটি তার পিঠে কামড়ে দেয় এবং শার্ট ছিঁড়ে ফেলে। চার্চিলের মেয়র মাইক স্পেন্স বলেন, বুদ্ধিমান লোকটি ভাল্লুকের থাবায় পড়েও সাহস হারাননি। তাৎক্ষণিকভাবে সাথে থাকা মোবাইলফোনটির আলো ফেলেন ভল্লুকের চোখে। আর তাতেই ভড়কে যায় ভাল্লুকটি। শুধু ভয়ই পায়নি, মুহূর্তেই দৌঁড়ে পালিয়েছে সে! স্থানীয় প্রাণী সংরক্ষণ কর্মকর্তারা জানিয়েছেন, যেদিন লোকটিকে আক্রমণ করা হয়েছে সেদিনই একটি মেরু ভাল্লুক আটক করা হয়েছে ওই এলাকা থেকে। উল্লেখ্য, মেরু ভাল্লুকের রাজধানী হিসেবে চার্চিল শহরের বিশ্বজোড়া খ্যাতি রয়েছে।