জীবনননগর আনছারবাড়িয়া রেলস্টেশনে যুবকদের হামলায় পুলিশ কনস্টেবল লাঞ্ছিত

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: এক যুবককে থাপ্পড় মারার ঘটনাকে কেন্দ্র করে উঠতি বয়সী যুবকদের হামলায় এক পুলিশ কনস্টেবল লাঞ্ছিত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগরের আনছারবাড়িয়া রেলস্টেশন প্লাটফর্মে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রেনযাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। আহত পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে জীবননগর স্ব্যাস্থ কমপ্লেক্সে নেয়া হয়েছে।

জানা গেছে, জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের একরামুল হকের ছেলে মারুফ হোসেন ওরফে মারুল (২২) পুলিশ কনস্টেবল পদে নারায়ণগজ্ঞ কর্মরত। সম্প্রতি ছুটিতে বাড়িতে অবস্থান করছেন। মারুল জানান, গত বুধবার বিকেলে বন্ধুদের নিয়ে আনছারবাড়িয়া স্টেশনে সামনে রেললাইনের পাশে বসে আড্ডা দিচ্ছিলাম। এ সময় মুরাদ নামে ৮ম শ্রেণির এক ছাত্র কিছু টাকা দাবি করে। টাকা কেন? গাঁজা খাবো। এ কথা বলার পর তাকে কয়েকটি চড় থাপ্পড় মারি। গতকাল বিকেলে ফের স্টেশন চত্বরে বন্ধু সজীব, রিমন, আরিফকে সাথে নিয়ে রেললাইনের পাশে বসে আড্ডা দিচ্ছিলাম। বিকেল সাড়ে ৫টার দিকে প্লাবন, জ্যাকি ও মেহেদীর নেতৃত্বে ১৫/২০ জন যুবক আমার ওপর অতর্কিত হামলা করে। পুলিশ সদস্য পরিচয় দেয়ার পর তারা আরো বেশি কিলঘুষি মেরে আমাকে আহত করে। অভিযুক্ত যুবক জ্যাকি দাবি করছে, মারুল স্টেশনের চায়ের দোকান থেকে আমাকে সিগারেট নিয়ে আসতে বলে। আমি অপরাগত প্রকাশ করলে তিনি আমাকে চড়থাপ্পড় মারেন। এ ঘটনাকে কেন্দ্র করে মারামারি ঘটনা ঘটে। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনর্চাজ লিয়াকত হোসেনর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।