জীবননগরে মহিলা প্রতারকের খপ্পরে সংবাদকর্মী!

জীবননগর ব্যুরো: জীবননগরে এক মহিলা প্রতারকের খপ্পরে পড়েছেন এক সংবাদকর্মী। নকল সোনার কানের ঝুমকো গতিয়ে দিয়ে হাতিয়ে নিয়েছে ৫ হাজার টাকা। প্রতারিত সাংবাদিক আব্দুর রশিদ ওরফে রাশেদ মহিলা প্রতারক থেকে সকলকে সাবধান হওয়াসহ এ চক্রের সদস্যদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। গতকাল সোমবার বিকেলে জীবননগর শহরের দৌলৎগঞ্জপাড়ায় এ প্রতারণার ঘটনা ঘটে।

প্রতারিত সংবাদকর্মী দৈনিক দিনকালের জীবননগর প্রতিনিধি আব্দুর রশিদ ওরফে রাশেদ জানান, গতকাল বিকেলে এক মহিলা হন্তদন্ত হয়ে তার বইয়ের দোকানে আসেন। এ সময় তিনি জানান, একই পাড়ায় তার বাড়ি। তিনি কসাই কামালের বোন। আমি চোরাচালানী করি। জীবননগর থানা মাল ধরেছে। এ মাল ছাড়াতে ৫ হাজার টাকা লাগবে। এতো টাকা তার কাছে নেই। এখন তার একমাত্র সম্বল তার কানের সোনার ঝুমকো দুল। এটি বিক্রি করে সে পুলিশের নিকট থেকে মাল ছাড়াবে। মহিলার কথায় বিশ্বাস করে ৫ হাজার টাকায় তিনি ঝুমকো দুল কিনতে রাজি হন। সোনার ঝুমকো দুল জোড়া স্বর্ণকারের নিকট নিয়ে পরীক্ষা করে দেখেন অরজিনাল। তিনি মহিলাকে বাড়িতে নিয়ে যান এবং স্ত্রীর অমত সত্ত্বেও ৫ হাজার টাকা দিয়ে ঝুমকো দুল কেনেন। কেনার বেশ কিছুক্ষণ পর তার মনে সন্দেহ হলে তিনি পুনরায় ঝুমকো জোড়া স্বর্ণকারের কাছে নিলে এবার স্বর্ণকার জানান, এটি পূর্বের ঝুমকো নই। যতোক্ষণে তিনি প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারলেন ততোক্ষণে প্রতারক মহিলা পদ্মা পার। তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এরা কয়েক দিন পূর্বে লক্ষ্মীপুরর কাপড় ব্যবসায়ী আয়ুব আলীর নিকট থেকে কৌশলে ১৪ হাজার টাকা প্রতারণা করে নিয়ে গেছে। এদের থেকে সাবধান হওয়াসহ তিনি প্রতারক এ চক্রকে ধরতে আইন শৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন।