জীবননগরে বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির তদন্তে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপসচিব

স্টাফ রিপোটার: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ২০১৫-১৬ অর্থবছরে কাবিটা, কাবিখা, টেস্ট রিলিফ ও জিআর প্রকল্পে ব্যাপক হরিলুট, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের উপসচিব মাহাবুবুর রহমান সরেজমিনে পরিদর্শন করেছেন। তিনি গতকাল সোমবার জীবননগর উপজেলা প্রকল্প কর্মকর্তার অফিস, মনোহরপুর ইউনিয়ন পরিষদ, আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ ও নবগঠিত উথলী ইউনিয়নের শিয়ালমারী গ্রাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিসহ বিভিন্ন ব্যক্তির সাথে অভিযোগপ্রাপ্ত প্রকল্প সর্ম্পকে কথা বলেন। তদন্ত কমিটির প্রধান উপসচিব মাহাবুবুর রহমানের নিকট এ প্রতিবেদক তদন্তকালে কোনো অসঙ্গতি পেয়েছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, তদন্ত চলছে, তদন্ত শেষ না করা পর্যন্ত এখনই কোনো মন্তব্য করা যাবে না বলে তিনি জানান। অভিযোগ পেয়ে জেলা প্রশাসকের নিদের্শে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়, কমিটি ইতোমধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে তিনি প্রতি উত্তরে বলেন, ওটা জেলা প্রশাসক বলতে পারেন। এ সময় তদন্ত কর্মকর্তা উপসচিব মাহাবুবুর রহমানের সাথে উপজেলা ভারপ্রাপ্ত প্রকল্প কর্মকর্তা আশরাফ আলী উপস্থিত ছিলেন।