জীবননগরের প্রতাপপুরে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার প্রতাপপুরে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। গ্রামবাসী  জেলা পরিষদ প্রশাসক বরাবর এ লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পরিষদ কর্তৃক চলতি অর্থ বছরে বাঁকা প্রতাপপুর হতে বিজিবি ক্যাম্প অভিমুখে রাস্তায় হেরিং করার জন্য বরাদ্দ দিয়ে ঠিকাদার নির্বাচিত করা হয়। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার ১ নম্বর ইটের পরিবর্তে ৩ নম্বর ইট ও ঠিকমতো বালি না দিয়ে রাস্তা নির্মাণ করতে গেলে এলাকাবাসী তাতে বাধা দেয়। কিন্ত ঠিকাদার তাতে কোনো কর্ণপাত না করে ক্ষমতাসীন দলের ভয় দেখিয়ে গ্রামবাসীকে হুমকি-ধামকি দিয়ে নিম্নমানের ইট ব্যবহার ও প্রয়োজনীয় বালি না দিয়ে রাস্তা নির্মাণ শেষ করে বলে অভিযোগ। রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী।