১৮ পুলিশ কর্মকর্তার ডিআইজি পদে পদোন্নতি

স্টাফ রিপোর্টার: বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৮জন কর্মকর্তাকে উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) গ্রেড-৩ এর পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সুরাইয়া পারভীন শেলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকতারা হলেন, মো. লুৎফর রহমান মণ্ডল ডিআইজি (চলতি দায়িত্বে) পুলিশ সদর দফতর ঢাকা, মোহাম্মদ ইব্রাহিম ফাতেমী বিপিএম-পিপিএম অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি চলতি দায়িত্বে) ডিএমপি ঢাকা। এছাড়া এসএম রুহুল আমীন ডিআইজি (চলতি দায়িত্বে) রেলওয়ে রেঞ্জ ঢাকা। মল্লিক ফখরুল ইসলাম ডিআইজি (চলতি দায়িত্বে) হাইওয়ে পুলিশ ঢাকা। মো. মিজানুর রহমান পিপিএম সেবা ডিআইজি (চলতি দায়িত্বে) সিলেট রেঞ্জ সিলেট। মো. কামরুল আহসান পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) এসএমপি সিলেট। মো. মাজহারুল ইসলাম অতিরিক্ত ডিআইজ, এসবি ঢাকা। খন্দকার গোলাম ফারুক আহম্মেদ বিপিএম (সেবা) অতিরিক্ত ডিআইজি ঢাকা রেঞ্জ (ডিআইজি চলতি দায়িত্বে)। মো. দিদার আহম্মেদ অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি চলতি দায়িত্বে) ডিএমপি ঢাকা।
এছাড়া জামিল আহমেদ জয়েন্ট পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা। মো. আতিকুল ইসলাম বিপিএম সেবা (বার) পিপিএম ডিআইজি (চলতি দায়িত্বে) পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা। এম খুরশীদ হোসেন অতিরিক্ত ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা। একেএম শহিদুর রহমান পিপিএম অতিরিক্ত পুলিশ কমিশনার সিএমপি চট্টগ্রাম। মো. আবদুল্লাহ আল মাহমুদ অতিরিক্ত ডিআইজি রাজশাহী রেঞ্জ রাজশাহী। মো. শফিকুল ইসলাম অতিরিক্ত ডিআইজি ঢাকা রেঞ্জ ও গোলাম কিবরিয়া অতিরিক্ত ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা এবং মো. মনিরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম জয়েন্ট পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা।