চুরির অভিযোগে ওষুধ কোম্পানির প্রতিনিধি আটক : ফারিয়ার মীমাংসায় মুক্ত

 

স্টাফ রিপোর্টার: এবার ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির বিরুদ্ধে ওষুধ চুরির অভিযোগ পাওয়া গেছে। চুয়াডাঙ্গা আলী হোসেন সুপার মার্কেটের মুন মেডিকো থেকে ওষুধ চুরির সময় নাজমুল হক নামের ওই বিক্রয় প্রতিনিধিকে হাতেনাতে আটক করে দোকানের লোকজন। সিসি টিভি ক্যামেরায় ওষুধ চুরির ঘটনা দেখে নাজমুলকে ধরে দোকানের মধ্যে আটকে রাখে তারা। মুন মেডিকো থেকে প্রায় ১২শ টাকার ওষুধ চুরি করে বলে অভিযোগ করে দোকানের লোকজন। পরে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের সংগঠন ফারিয়ার নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসা করে নাজমুলকে ছাড়িয়ে নেন।

এদিকে ফারিয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওষুধ কোম্পানির প্রতিনিধির সাথে মিথ্যা হয়রানি এবং অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়েছেন তারা। প্রতিবাদে আলী হোসেন সুপার মার্কেটের মুন মেডিকোর সাথে চুয়াডাঙ্গা ওষুধ কোম্পানির ব্যবসায়িক সম্পর্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই অবরোধ বলবৎ থাকবে বলেও উল্লেখ করেছে ফারিয়া।