গাংনীর বামন্দীতে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

 

গাংনী প্রতিনিধি: বিদ্যুতের লোডশেডিঙের প্রতিবাদ এবং বিদ্যুতের ন্যায্য দাবিতে মেহেরপুরের বাণিজ্যিক এলাকাখ্যাত গাংনী উপজেলার বামন্দী বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন পল্লী বিদ্যুতের গ্রাহকরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বামন্দী-কাজিপুর সড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন। আগামী বৃহস্পতিবারের মধ্যে সমস্যা সমাধান না হলে হরতাল অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

গাংনী উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, বামন্দী ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, সুইট ফ্লাওয়ার মিলের সত্বাধিকারী হাজি মতিয়ার রহমান ও বামন্দী বাজার কমিটির নেতৃবৃন্দসহ এলাকার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির অন্তর্গত বামন্দী এলাকাটি জেলার ব্যবসায়ীক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। এখানে অটো ফ্লাওয়ার মিল, রাইস মিল, কোল্ড স্টোরসহ বিভিন্ন ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান রয়েছে। গেল দু সপ্তা ধরে ২৪ ঘণ্টায় মাত্র ৫/৬ ঘণ্টা বিদ্যুত সরবরাহ করা হচ্ছে। ফলে গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তবে পল্লী বিদ্যুত সূত্র জানিয়েছে, জাতীয় গ্রিড থেকে চাহিদা তুলনায় কম সরবরাহ করা হচ্ছে। ফলে লোডশেডিং বাধ্যতামূলক।