ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ :পরিস্থিতি ঘোলাটে

মাথাভাঙ্গা মনিটর: ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনিয়ুকপদত্যাগ করেছেন। ক্ষমতাসীন জোটে ভাঙন ধরার পর পদত্যাগের সিদ্ধান্ত নেনতিনি। ফলে, সাবেক সোভিয়েত রাষ্ট্রটি রাজনৈতিকভাবে আরও বড় ধরনের পরীক্ষারসম্মুখিন। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহএবং সম্প্রতি ইউক্রেন সীমান্তের কাছে গুলি করে ২৯৮ আরোহীসহ মালয়েশিয়াএয়ারলাইন্সের এমএইচ১৭ বিমান ভূপাতিত করার ঘটনার মধ্যেই তার এ পদত্যাগপরিস্থিতিকে আরও জটিল ও ঘোলাটে করে তুলবে বলে মনে করছেন রাজনৈতিকবিশ্লেষকরা। যদিও বিমানটিরাশিয়াপন্থিদের গুলিতে ভূপাতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বিষয়টি এখনওতদন্তনাধীন রয়েছে। বিমানটি ভূপাতিত হওয়ার প্রকৃত কারণ ও অপরাধীদের শনাক্তকরতে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যে তদন্ত শুরু করেছিলেন, প্রধানমন্ত্রীরপদত্যাগে তাতেও বড় ধরনের প্রভাব পড়বে।

এদিকে প্রেসিডেন্ট পেত্রো পেরোশেনকোর৩০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের ঘোষণা দেয়ার কথা ছিলো, আর্সেনিইয়াতসেনিয়ুকের পদত্যাগের ফলে তা আরও ত্বরান্বিত হবে। প্রধানমন্ত্রীরপদত্যাগের ব্যাপারে প্রাথমিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকেওয়াশিংটন বলছে, তাদের কাছে প্রমাণ রয়েছে যে, রাশিয়ার ভূখণ্ড থেকে দেশটিরসামরিক বাহিনী ইউক্রেনের সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে ভারি গুলিবর্ষণকরছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থানে রাশিয়াপন্থি বিদ্রোহী ও সরকারিবাহিনীর সদস্যরা অস্ত্রবিরতি ঘোষণা করলেও, ওই অঞ্চল থেকে মাত্র ৬০কিলোমিটার বা ৪০ মাইল দূরে ও দোনেতস্ক শহর ভারি গোলাবর্ষণ অব্যাহত ছিলো।ইউক্রেনের সেনাবাহিনী বলছে, গত ২৪ ঘণ্টায় দোনেতস্ক রাশিয়াপন্থিদের কাছ থেকেপুনর্দখলের লড়াইয়ে দেশটির ৪ সেনা নিহত হয়েছেন।